খানাখন্দে ভরা বাগেরহাট পৌরসভার অধিকাংশ সড়ক
- আপডেট সময় : ০২:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
খানাখন্দে ভরা বাগেরহাট পৌরসভার অধিকাংশ সড়ক। রাস্তা জুড়ে বড় বড় গর্তে যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে সড়কগুলো। এতে স্থানীয় মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। ১৯৫৮ সালে যাত্রা শুরু করা বাগেরহাট পৌরসভা ১৯৯১ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। ১৬ বর্গকিলোমিটার আয়তনের বাগেরহাট পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১৭টি মহল্লায় বসবাস করেন প্রায় দেড় লাখ মানুষ।
এ এলাকার বাগেরহাট পৌরসভার নূর মসজিদ মোড় থেকে এলজিইডি মোড় পর্যন্ত প্রায় আধ কিলোমিটার সড়কের বেহাল দশা। এবড়োথেবড়ো রাস্তায় গাড়ির দোলাচলে হেলেদুলে পার হন যাত্রীরা। এমন অবস্থা বাগেরহাট পৌরসভার অধিকাংশ সড়কে। এতদিন জোড়াতালি দিয়ে চললেও গেলো কয়েক দিনের বৃষ্টির কাঁদাপানিতে সবকিছু একাকার। বেড়ে গেছে ভোগান্তি। পৌরসভার রাহাতের মোড় থেকে জেলা হাসপাতাল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কেও। সেখানকার অবস্থা আরও ভয়াবহ।
এক দশকের বেশি সময় ধরে পৌরসভার অধিকাংশ রাস্তা ভাঙাচোরা। চলতি বর্ষায় অবস্থা আরো খারাপ হয়েছে। অনেক সড়কে রিকশা চলাচল কঠিন হয়ে পড়েছে। এছাড়া বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে কোন ধরনের সংস্কার কাজ না করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান নি পৌরসভা মেয়র খান হাবিবুর রহমান। তবে পৌরসভার ১১টি সড়কে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন। বাগেরহাট পৌরসভার প্রায় ৭০ ভাগই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।