এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের পরিবারকে সান্তনা দেবার ভাষা নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে। সকালে গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ দেবার পর তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী এসময় নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দিয়ে বলেন, তিনি নিজেই কত শোক নিয়ে বেঁচে আছেন। এক রাতে বাবা-মা, ভাইসহ নিজের স্বজন হারানোর পরও, ৬ বছর তাকে দেশে আসতে দেয়া হয়নি। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়া গ্রহণযোগ্য নয়। সাধারণ দরিদ্র মানুষই এসবের সুবিধা পেতো বলেও জানান শেখ হাসিনা।