অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে আজ শীর্ষে রয়েছে জাপান
- আপডেট সময় : ০২:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
- / ২০৫০ বার পড়া হয়েছে
প্যারিস অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে আজ শীর্ষে রয়েছে জাপান। এর আগে রোববার অস্ট্রেলিয়া ও ফ্রান্স দিন শেষে পদক তালিকায় সবার শীর্ষে ছিলো। কারণ, দিনের শেষ ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে যে মুখোমুখি হয়েছিল দুই দেশের প্রতিযোগী। তবে ফেন্সিংয়ে পুরুষ ইপেই ব্যক্তিগত স্বর্ণের লড়াইয়ের সেই ম্যাচে শেষ হাসি হেসে এশিয়ার দেশ জাপানকে শীর্ষে উঠিয়েছেন কোকি কানো। স্বাগতিক ফ্রান্সের ইয়ানিক বোরেলকে ১৫-৯ ব্যবধানে হারিয়েছেন কোকি কানো। চলমান অলিম্পিকে এখন পর্যন্ত জাপান চারটি স্বর্ণ পদক জিতেছে। চারটি স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়াও। রুপা জয়েও সমান দুই দেশ। দুই দেশই জিতেছে ২টি রুপা। তবে জাপান এগিয়ে গেছে ব্রোঞ্জ জয়ে এগিয়ে থাকায়। ১টি ব্রোঞ্জ জাপানের, আর অস্ট্রেলিয়া জেতেনি একটিও। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও চীন তিনটি করে স্বর্ণপদক জিতেছে। সেই সঙ্গে ইতালি, কাজাখস্তান, বেলজিয়াম, জার্মানি ও উজবেকিস্তান জিতেছে একটি করে স্বর্ণ।