চরম সংকটে খুলনা অঞ্চলের অন্যতম অর্থনৈতিক খাত চিংড়ি শিল্প
- আপডেট সময় : ০২:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ১৬০১ বার পড়া হয়েছে
চলমান অস্থির পরিস্থিতিতে চরম সংকটে পড়েছে খুলনা অঞ্চলের অন্যতম অর্থনৈতিক খাত চিংড়ি শিল্প। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা,কারফিউতে পরিবহন করতে না পারাসহ নানা কারণে নির্ধারিত সময়ে শিপমেন্ট করতে পারেননি রপ্তানিকারকরা।সংশ্লিষ্টদের দাবি,খুলনা অঞ্চল থেকে শুধু চিংড়ি রপ্তানিতেই ক্ষতির পরিমান শত কোটি টাকা।
টানা কারফিউ আর ইন্টারনেট বন্ধের বড় নেতিবাচক প্রভাব পড়েছে খুলনা অঞ্চলের চিংড়ি রপ্তানি খাতে।প্রক্রিয়াজাত করার পর হিমায়িত চিংড়ি পড়ে রয়েছে ফ্যাক্টিতেই। গত ১৫ দিন পরিবহনহ সংকটে খুলনা অঞ্চল থেকে কোন চিংড়ি রপ্তানি হয়নি।ব্যবসায়ীদের দাবি, গত এক সপ্তাহে পূর্ব নির্ধারিত ৩৫ থেকে ৪০ কন্টেইনারে প্রায় ৩ হাজার মেট্রিক টন চিংড়ি রপ্তানি করতে পারেননি তারা। সি ফুড এক্সপোর্ট বাইং এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে,ইন্টারনেট সংযোগ না থাকার কারণে বায়াররা তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না।ফলে অর্ডার বাতিল হচ্ছে একের পর এক।
বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের দাবি বিদেশী ক্রেতারা যদি একবার এদেশ থেকে চিংড়ি নেওয়া বন্ধ করে দেয় তাহলে তাদেরকে ফিরিয়ে আনা খুব কষ্টসাধ্য হবে। জেলা মৎস্য অধিদপ্তরের হিসেবে খুলনায় গত অর্থবছরের তুলনায় আয় কমেছে ৬’শ৭৯ কোটি টাকা।