আবু সাঈদকে ’বীর মুক্তিসেনা’ বললেন জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ১৬৫১ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের। নেতাকর্মীদের সাথে নিয়ে পীরগঞ্জে আবু সাঈদের গ্রামের বাড়িতে গেলে কান্নায় ভেঙ্গে পড়েন নিহত সাঈদের মা ও স্বজনরা। জাতীয় পার্টির চেয়ারম্যান শোকাহত পরিবারটিকে সান্ত্বনা জানিয়ে তাদের পাশে থাকতে প্রয়োজনীয় সহযোগিতার ঘোষণা দেন। পরে শহীদ আবু সাঈদের কবরের সামনে দাঁড়িয়ে ফাতিহা পাঠ ও তার রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রংপুর সিটির মেয়র মুস্তাফিজার রহমান মোস্তফা। দোয়াশেষে জিএম কাদের বলেন, শুধু বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বময় ইতিহাসে জায়গা করে নিয়েছে রংপুরের বীর সন্তান আবু সাঈদ।