মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে চিঠি লিখেছেন দেশটির ২২ আইনপ্রণেতা
- আপডেট সময় : ০২:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে চিঠি লিখেছেন দেশটির ২২ আইনপ্রণেতা। ওই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
চিঠিতে তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। মার্কিন ডেমোক্রেট সিনেটর এডওয়ার্ড জে মারকি, প্রতিনিধি জিম ম্যাকগভর্ন ও বিল কিটিং এই চিঠির উদ্যোক্তা। সিনেটর এডওয়ার্ড জে মারকির নিজস্ব ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। ব্লিঙ্কেনের কাছে লেখা চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করে এমন পদক্ষেপ অব্যাহত রেখেছে। যার মধ্যে রয়েছে জানুয়ারিতে অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নির্বাচন, শ্রম নীতিমালার উন্নয়নে ব্যর্থ এবং অতি সম্প্রতি বন্দুক, টিয়ার গ্যাস ব্যবহার করে সহিংসভাবে ছাত্র বিক্ষোভ দমন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ। চিঠিতে আইনপ্রণেতারা আরও বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি গণতান্ত্রিক নীতিমালায় সমুন্নত রাখতে অ্যান্টনি ব্লিঙ্কেনকে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে নেতৃত্ব দেয়ার কথা বলা হয়েছে।