চট্টগ্রামে শিক্ষামন্ত্রী, সিটি মেয়রের কার্যালয়ে দুবৃর্ত্তদের হামলা
- আপডেট সময় : ১০:৪০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
- / ১৯০৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম-১০ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একইসঙ্গে
চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর কমিটির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনসহ চার নেতার বাসায় হামলা, ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে।
গতকাল সন্ধ্যায় লালখানবাজার, চশমাহিল ও বহদ্দারহাট এলাকায় একযোগে এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, মিছিল থেকে এই হামলার ঘটনা
ঘটে। এসময় টাইগারপাস ও জিইসি মোড়ে পুলিশবক্সসহ বেশ কয়েকটি স্থাপনাতেও হামলার ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা নগরীতে। প্রায় এক ঘন্টাব্যাপি হামলা চললেও পুলিশের উপস্থিতি কোথাও চোখে পড়েনি। এদিকে, ঘটনার পরপরই বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের বাড়িতে ভাংচুর আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা।
এদিকে, চট্টগ্রামে ছাত্রহত্যার বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রজনতা ও অভিভাবকদের ঢল নামে। সমাবেশ চলাকালে উশৃঙ্খল যুবকদের হামলায় দুটি টিভি চ্যানেলের ক্যামেরা ভাংচুর করা হয়। এসময় সংবাদকর্মীদের সমাবেশস্থল ত্যাগ করতে বাধ্য করে তারা। আন্দোলনে হাজার-হাজার ছাত্র-জনতা ও অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে বিক্ষোভে অংশ নেন। তারা জানান, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশ লেলিয়ে দিয়ে রক্তের হোলিখেলা করেছে সরকার। আন্দোলন ঘিরে সব মৃত্যু বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।