বিক্ষুব্ধ জনতার আক্রশে আ’লীগের ৩৯ নেতা নিহত
- আপডেট সময় : ১০:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
- / ২৩০৭ বার পড়া হয়েছে
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একইসঙ্গে বিভিন্ন ঘটনায় আওয়ামী লীগের ৩৯ জন নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের থানা রোড এলাকার বাসা থেকে অজ্ঞাত ৬ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল বাসার চার তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করে।
এদিকে..ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন সাভারে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সাভারের জনস্বাস্থ্য মেডিকেলে ৬ জন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে তিনজনের মরদেহ আনা হয়। সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া আশুলিয়ার বাইপেলে হাবিব মেডিকেলে ২ জন, হ্যাপি হাসপাতালে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আশুলিয়া থানায় ৫ জনের মরদেহ পাওয়া যায়।
চুয়াডাঙ্গায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুড়ে মারা যান চারজন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়।
এছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় ও দলীয় বেশ কয়েকজন নেতার বাড়িও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
ঝিনাইদহে বিক্ষুব্ধ জনতা জেলা সদরের ৯ নম্বর পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ওরফে হিরণের বাড়িতে হামলা করে আগুন ধরিয়ে দেয়। এতে ওই ইউপি চেয়ারম্যানসহ চারজন নিহত হন।