শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
কোটাবিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে।
এর আগে, দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানায়। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছে। পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে এক্সে জানিয়েছেন বার্গম্যান। এর আগে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়ে যুক্তরাজ্যের কাছে আবেদন জানালে যুক্তরাজ্যও তা প্রত্যাখান করে।
গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় শংকর জানান, শেখ হাসিনার অনুরোধেই তাকে ভারতে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।