রাজশাহী জেলখানা থেকে মুক্তি পাচ্ছেন হাজারো রাজবন্দি
- আপডেট সময় : ০৬:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
শেখ হাসিনা সরকারের পতনের পর জেলখানা থেকে মুক্তি পাচ্ছেন হাজারো রাজবন্দি। মুক্তি পাওয়া বন্দিদের জন্য কারাফটকে রাত জেগে অপেক্ষা করছেন স্বজনরা। ছাত্র আন্দোলন দমাতে গায়েবী মামলায় এসব ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ।
পুলিশের গায়েবী মামলায় গ্রেফতার হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বেরিয়ে এভাবে হাসিনা সরকারের জুলুম নির্যাতনের কথা জানান এই জামায়াত কর্মী। তার মতো হাজারো রাজনৈতিক বন্দি মুক্তি পাচ্ছেন জেলখানা থেকে। সাম্প্রতিক ছাত্রআন্দোলন দমাতে পুলিশ গায়েবী মামলা দিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ধরে ধরে জেলে পুরে। তবে হাসিনা সরকারের পতনের পরে এখন এসব মামলা থেকে জামিনে মুক্তি পাচ্ছেন নেতাকর্মীরা।
এদিকে রাজশাহী আইনজীবী সমিতির নেতারা বলছেন, কেবল জামিনে মুক্তিই নয়, রাজনৈতিক মামলাগুলো আইনী প্রক্রিয়ায় নিষ্পত্তি করা জরুরি।এখন হাসিনা পতনের মধ্য দিয়ে আদালত অঙ্গনেও স্থিতিশীল অবস্থা ফিরে আসবে বলেও আশা তাদের। গেল দুইদিন রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন পাঁচ শতাধিক রাজনৈতিক বন্দি।