দল গোছানোর কাজ শুরু করেছে বিএনপি
- আপডেট সময় : ১১:২৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / ১৯০৩ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দল গোছানোর কাজ শুরু করেছে বিএনপি তৃণমূল। সেপ্টেম্বরের মধ্যেই ওয়ার্ড, থানা, জেলা ও মহানগরীর পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা বলছেন, পতিত স্বৈরশাসকের অনুসারীদের হাতে প্রচুর কালো টাকা ও অবৈধ অস্ত্রের বিপুল মজুদ থাকায় সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে তাদের। এদিকে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ছাত্র-জনতার আন্দোলন থেকে শিক্ষা নিয়ে তাড়াহুড়োর বদলে রাজনীতিতে আরো দূরদর্শিতার প্রমাণ দিতে হবে বিএনপিকে।
টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট পালিয়ে যায় দখলদার স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা। মুহুর্তেই ভেঙ্গে পড়ে আওয়ামীলীগের তাসের ঘর।
রাজনীতির মাঠ থেকে আওয়ামীলীগ হারিয়ে যাওয়ায় দৃশ্যপটে এখন বিএনপি জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর আধিপত্য। কেন্দ্র থেকে দ্রুত নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে দল গোছানোর নির্দেশনা এসেছে তৃণমুলে। এরপর থেকেই ওয়ার্ড থেকে শুরু করে মহানগর পর্যন্ত ত্যাগী নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে দল গোছানো প্রক্রিয়া শুরু করেছে দলটি।
কেন্দ্রীয় নেতারা বলছেন, আওয়ামীলীগের হাতে কি পরিমান অস্ত্র ও অবৈধ টাকার মজুদ আছে তার নিদর্শন দেখা গেছে ছাত্র-জনাতার আন্দোলনকে কেন্দ্র করে। আর এ কারণেই স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে সতর্ক থাকতে হচ্ছে আরো বেশি। ফুটেজ-৩ (অস্ত্রের ছবিগুলো লাল বৃত্ত হবে)
দ্রুত নির্বাচনের আয়োজন করার পাশাপাশি ১৬ বছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবি জানান গিয়াস কাদের চৌধুরী।
এদিকে ছাত্র জনতার আন্দোলন আর আওয়ামীলীগের পতন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের রুপরেখা নির্ধারণ করতে বিএনপির প্রতি আহবান জানান রাজনীতি বিশ্লেষকরা।