শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত শুরু
- আপডেট সময় : ০২:২১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গণহত্যার অভিযোগ আনা নিহত ছাত্র সিয়ামের বাবা আইনজীবী গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। মেধাবী শিক্ষার্থীদের নিশ্চিহ্ন করতে টার্গেটেড কিলিং এর নির্দেশদাতা হিসেবে অভিযুক্তদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবী করা হয়েছে বলে জানিয়েছে বাদীপক্ষের আইনজীবী।
১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখতে গণহত্যার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে। পৈশাচিক ওই গণহত্যায় মারা যান মেধাবী শিক্ষার্থী, শিশুসহ ৫শর বেশী মানুষ। আহত হন কয়েক হাজার।
ইতিহাসের বর্বোরোচিত ওই হত্যাকাণ্ডের বিচার দাবী করে মামলা করেছেন, সাভারে নিহত মেধাবী শিক্ষার্থী সিয়ামের আইনজীবী গাজী এম এইচ তামিম ।
আবেদনে সুপিরিয়র কমাণ্ড রেসপন্সিবিলিটি মাধ্যমের অতীতের মানবতা বিরোধী অপরাধীদের ন্যায় শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি দাবী করা হয়েছে বলেও জানান তিনি।
বিদ্যমান ট্রাইব্যুনালেই এই গণহত্যার বিচার সম্ভব বলে জানান এই আইনজীবী।
আর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এরইমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্তের অগ্রগতি জানানো হবে বলেও জানায় তদন্ত সংস্থা।