ওএসডি হলেন বেনজিরকে পার করে দেয়া অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানা

- আপডেট সময় : ১২:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
- / ১৯০৪ বার পড়া হয়েছে
ওএসডি হলেন সাবেক আইজিপি বেনজির আহমেদকে বিমানবন্দর পার করে দেয়া অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানা। তাকে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। রাতে এই সিদ্ধান্তের কথা জানা যায়। অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানা রেবের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। রেবের মহাপরিচালক জানিয়েছেন, তার বিরুদ্ধে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৪ মে রাত পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেনজীরকে তুলে দেন শাহেদা সুলতানা। সিসিটিভিতে বেনজীরের কাগজপত্রসহ আগে আগে হাঁটতে দেখা যায় তাকে। শাহেদা সুলতানা অনেকদিন ধরেই বেনজীরের ঘনিষ্ঠ। বেনজীর রেব মহাপরিচালক থাকাকালে শাহেদাও রেবে কর্মরত ছিলেন। বেনজীর আইজিপি হলে শাহেদার পোস্টিং হয় আইজিপি সেকশনে। সেখানে তিনি আইজিপির স্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে যোগ দেন। বেনজীর যখন দেশ ছেড়ে চলে যান, তখন তিনি রেবের কাজ করা সত্ত্বেও প্রভাব খাটিয়ে তাকে ইমিগ্রেশন পার হতে সাহায্য করেন।