রাজধানীর বাজারে কিছুটা কমেছে মাছ, মুরগি, সবজির দাম
- আপডেট সময় : ১২:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
- / ১৬১৪ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার পতনের পর রাজধানীর বাজারে কিছুটা কমেছে মাছ, মুরগি, সবজির দাম। তবে বেড়েছে চালের দাম। আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ-আদা-রসুন। আবারও ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচের। ৩০ থেকে ৪০ বেড়ে কাঁচা মরিচের কেজি এখন ৩০০ টাকা। ক্রেতারা বলছেন, চাঁদাবাজি বন্ধ এবং বাজার সিন্ডিকেট ভাঙ্গা না গেলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে না। এদিকে.. রপ্তানি বন্ধের পরও ভরা মৌসুমে দাম কমেনি ইলিশের। আকারে ভেদে ইলিশের কেজি ১২ থেকে ১৫০০ টাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারির বিকল্প নেই বলে জানান বাজার সংশ্লিষ্টরা।
সরকার পতন এবং শিক্ষার্থীদের বাজার তদারকিতে সবজি-মাছ-মুরগির দাম দাম কিছুটা কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে করলা, ঢেঁড়শ, চিচিঙ্গা, পোটল, পেঁপেসহ বেশ কিছু সবজির দাম। তবে আবারও ঝাঁজ বেড়েছে কাচাঁমরিচের। ৩০ থেকে ৪০ বেড়ে কেজি এখন ৩০০ টাকা। পেঁয়াজ-আদা-রসুন বিক্রি হচ্ছে আগের দামেই।
বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন মাছের দাম। তবে ইলিশের রপ্তানি বন্ধ হলেও এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ। ভরা মৌসুমেও ইলিশের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। খুচরা বাজারে ডিমের ডজন এখনও ১৫০ থেকে ১৬০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজিতে। ২০ থেকে ৩০ টাকা কমেছে সোনালি মুরগি। স্বস্তি ফেরেনি চালের বাজারে। কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা সব রকম চালের দাম। বিক্রেতাদের অভিযোগ, মিলার ও আড়তদারদের যোগসাযোশে বাড়ছে চালের দাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের চলমান তদারকি অব্যহত রাখার দাবি সংশ্লিষ্টদের।