পটুয়াখালী বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে বৃষ্টি, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ১৬৮২ বার পড়া হয়েছে
পটুয়াখালী বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে বৃষ্টি, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূলীয় সৃষ্ট লঘুচাপে প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী হচ্ছে। এতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশংকা করেছে আবহাওয়া অধিদপ্তর। পটুয়াখালীতে গতকাল রাত থেকে থেমে থেমে গুঁড়ি থেকে মাঝারী ও ভারি বৃষ্টিতপাত হচ্ছে। সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর সামান্য উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।