জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় তারুণ্যের গণঅভ্যুত্থান সফল হয় : প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৯:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ১৬১৮ বার পড়া হয়েছে
তারুণ্যের গণঅভুথ্যানে সর্বস্তরের জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটায় এখন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানই মূল লক্ষ্য বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতের নয়াদিল্লীতে আয়োজিত দ্য থার্ড ভয়েজ অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন তিনি। ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে ঘুরে যেতে সবাইকে আমন্ত্রণও জানান অধ্যাপক ইউনূস। অনুষ্ঠানে প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিজান আহমেদের প্রতিবেদন।
দায়িত্ব গ্রহণের প্রথম কোন আন্তর্জাতিক সম্মেলনে অন্তবর্তী সরকারের প্রধান উপেদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নিজ কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে অনলাইনে যুক্ত হন তিনি। বিভিন্ন দেশের সরকার প্রধানরাও ভাচূয়ালি যুক্ত হন নয়াদিল্লীতে অনুষ্ঠিত দ্য থার্ড ভয়েজ অব গ্লোবাল সাউথ সামিটে।
আনুষ্ঠানিক বক্তব্যে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন, তারুণ্যের শক্তিতে ভর করে বাংলাদেশের পূর্নজন্ম হয়েছে, পূরণ হয়েছে জনগনের প্রত্যাশা।
তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সবার পাশে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের দেয়ালে দেয়ালে তরুণদের আগামী দিনের স্বপ্ন দেখতে বিশ্বনেতাদের আমন্ত্রণও জানান তিনি।
এর আগে উদ্বোধনী ভাষণে আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।