ভারতে চিকিৎসক ধর্ষণ : চিকিৎসকদের ধর্মঘট পালন

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ২২৯৩ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজের এক শিক্ষানবীশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল গোটা দেশ।
এরই প্রতিবাদে এবার দেশজুড়ে ধর্মঘট পালন করছে দেশটির চিকিৎসকদের সংগঠন- দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ১০ লাখের বেশি সদস্য রয়েছে সংগঠনটির। আজ সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত। এর ফলে গোটা দেশে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে বলে জানায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। অ্যাসোসিয়েশনটি জানিয়েছে, আজ কেবল জরুরি পরিষেবা বিভাগ চালু রয়েছে। ওপিডিসহ বন্ধ বাকি সব কিছুই। যে ধরনের অস্ত্রোপচার পরে করলেও হবে, সেগুলো আজ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি প্রতিটি হাসপাতালের নিরাপত্তা– বিমানবন্দরের মতো কড়া করার দাবি তুলেছে।