রিকশাচালক নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৮২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
- আপডেট সময় : ১১:২৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কমর উদ্দিন বাংগী নামে এক রিকশাচালক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৮২ জনের বিরুদ্ধে বগুড়ায়র আরো একটি হত্যা মামলা হয়েছে।
নিহতের স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা করেছেন। মামলায় বগুড়ার সাবেক এমপি মজিবর রহমান মজনু, রাগেবুল আহসান রিপুসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বিকেলে বগুড়া শহরের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। এতে সদর উপজেলার আকাশতারা এলাকার রিকশাচালক কমর উদ্দিন অংশ নেয়। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে বাকি আসামিরা কমর উদ্দিনকে হত্যা করে। এর আগে গত ১৬ আগস্ট শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১০১ জনের নামে আরো একটি হত্যা মামলা হয়।j