ময়মনসিংহে শিশু পার্ক না থাকায় ইলেকট্রনিকস ডিভাইসে আসক্ত শিশুরা
- আপডেট সময় : ০২:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
শিশু পার্ক নেই ময়মনসিংহে। ফলে ঘরবন্দি শিশুরা আসক্ত হচ্ছে ইলেকট্রনিকস ডিভাইসের প্রতি। এতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে শিশুর মেধা ও সামাজিক বিকাশে। সিটি করপোরেশন বলছে, মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলেই শুরু হবে শিশু পার্ক নির্মাণ কাজ।
ময়মনসিংহে নারী পুরুষ ও শিশুদের বিনোদনের একমাত্র জায়গা জয়নুল পার্ক। নগরবাসী শিশুদের জন্য আলাদা শিশু পার্ক বানানোর দাবি তুললেও তা আলোর মুখ দেখেনি দীর্ঘদিনেও। জয়নুল পার্কে শিশুদের খেলার কিছু ব্যবস্থা থাকলেও তা অপর্যাপ্ত। পার্কের ভিতর দিয়ে দ্রুতগতির যান চলাচলে দুশ্চিতায় থাকেন অভিভাবকরা। অবসরে অনেকেই ঢাকামুখী বিনোদন কেন্দ্র গুলোতে ছুটেন শিশুদের বিনোদনের জন্য।
ইলেকট্রনিকস ভিভাইসের প্রতি আসক্ত হয়ে শিশুদের বিকাশ যেন বাঁধাগ্রস্থ না হয় তার জন্য সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি শিশু পার্ক নির্মানের দাবি জানান নাগরিক নেতারা। এদিকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, শিশু পার্ক নির্মানের একটি প্রস্তাব মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। লেখাপড়ার পাশাপাশি শিশুদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সুস্থ বিনোদনের উদ্যাগে নিবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।