ভয়াবহ বন্যার পানিতে ভাসছে ১২ জেলার বিস্তীর্ণ অঞ্চল
- আপডেট সময় : ১০:২৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ভয়াবহ বন্যার পানিতে ভাসছে ১২ জেলার বিস্তীর্ণ অঞ্চল। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। গত দু’দিনে ৪ জেলায় মারা গেছেন অন্তত ১৫ জন। বৃষ্টি আর বানের পানিতে তলিয়ে আছে নোয়াখালী সদরসহ ৭ উপজেলার বিস্তীর্ণ এলাকা। শহরের বেশিরভাগ এলাকাও জলমগ্ন। ডুবে আছে বিভিন্ন সড়ক-মহাসড়ক। জেলায় পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। প্রভাবশালী মহল খাল দখল করে পানিপ্রবাহ বন্ধ রাখায় পানি নামতে পারছে না বলে নোয়াখালীবাসীর অভিযোগ।
টানা ভারী বৃষ্টি ও কুমিল্লা-ফেনী থেকে নেমে আসা ঢলে পানিবন্দি হয়ে পড়েছে নোয়াখালীর ২০ লাখ মানুষ। তাদের বেশিরভাগই খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে। জেলার ৯ উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়ছে লাখও মানুষ।
এভাবে চরম কষ্টে দিনাতিপাত করছেন নোয়াখালী সদর, কবিরহাটসহ সব উপজেলার মানুষ। খাল উদ্ধার ও পানি নিষ্কাশনে সেনাবাহিনীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন নোয়াখালীবাসি। ভারতের পানি আসা বন্ধ না হলে আরো চরম পরিনতি হবে পুরো দক্ষিণাঞ্চলের মানুষের।