শেখ মুজিবের মতো একই পথ অবলম্বন করেছিলেন স্বৈরাচারী হাসিনা: হাফিজউদ্দিন আহমেদ
- আপডেট সময় : ০১:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ১৭২৮ বার পড়া হয়েছে
ক্ষমতা চিরস্থায়ী করতে শেখ মুজিবের মতো একই পথ অবলম্বন করেছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা। তবে কিছু কিছু ক্ষেত্রে শেখ মুজিবকেও ছাড়িয়ে যান শেখ হাসিনা,বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। দেশের মানুষ আওয়ামী লীগকে যেভাবে ঘৃণা করে, তাতে তারা আর কখনোই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা।ছাত্র-জনতার বিপ্লবে সেনাবাহিনীর ভুমিকার প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমেদ। নিজ কার্যালয়ে এসএটিভির সাথে আলাপকালে একথা বলেন তিনি।
কোটা সংস্কার দাবিতে জুলাই মাসে শুরু হওয়া ছাত্র আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করে ৫ আগষ্ট। আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাত্র-জনতার উপর নির্বিচার গুলি চালালে নিহত হন হাজারো মানুষ।
কিন্তু কারফিউ জারি করে সেনাবাহিনী ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিলে গুলি চালানো বন্ধ করেন শেখ হাসিনার আনুসারিরা। পরে ক্ষুব্ধ ছাত্র-জনতা পুলিশ ও আওয়ামী বাহিনীর গুলির মুখে বুক চিতিয়ে ঢাকামুখি লংমার্চ শুরু করলে ঘাতক শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়।
সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, সেনা সদস্যরা জনগণের পক্ষে অবস্থান না নিলে দেশে গৃহযুদ্ধ হওয়ার আশঙ্কা ছিল। ক্ষমতার লোভে নিষ্ঠুর হতে শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার মধ্যে কোন পার্থক্য নেই বলেও জানান, মেজর হাফিজ। বিএনপি- সরকার গঠনের সুযোগ পেলে অতীত থেকে শিক্ষা নিয়ে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্তভাবে দেশ পরিচালনা করবে বলেও জানান তিনি। রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দিয়ে বিএনপি তা এগিয়ে নিতে প্রস্তুত বলে জানান, হাফিজ উদ্দিন আহমেদ।