রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামালায় লিটন-ডাবলুসহ আসামি ৩৪২
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ১৬৫২ বার পড়া হয়েছে
শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলনে রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতরাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় এ মামলা করেন নিহতের বাবা মাইনুল হক। মামলায় রাজশাহী সিটির তৎকালীন মেয়র খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৪২ জনের নাম উল্লেখ ও আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত ৫ আগস্ট নগরীর শাহ মখদুম কলেজ এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় শিক্ষার্থী সাকিব আনজুম আত্মরক্ষায় পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।