৩৭ দিন পর চালু মেট্রোরেল, কেপিআই হিসেবে ঘোষণার উদ্যোগ
- আপডেট সময় : ০৮:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ১৯৬৬ বার পড়া হয়েছে
৩৭ দিন পর রাজধানীতে আবার চালু হয়েছে মেট্রোরেল। ভবিষ্যতে নাশকতা ঠেকাতে মেট্রোরেলকে কেপিআই বা জরুরী সেবা হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। সকালে মেট্রোরেলের প্রেসক্লাব স্টেশনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের একথা জানান। সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, মেট্রোরেল ভাঙচুরের সাথে বিশেষ দুষ্কৃতকারীরা জড়িত ছিল। ভিডিও ফুটেজ দেখে এদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে অসংখ্য দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামা বিভিন্ন পক্ষের দাবি পূরণ করতে গেলে দেশ আরো মূল্যস্ফীতিতে জড়িয়ে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
দীর্ঘ ৩৭ দিন পর রাজধানীতে আবার মেট্রোরেল চালু হওয়ায় আগারগাঁও থেকে মেট্রোরেলে চেপে প্রেসক্লাব স্টেশনে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
পরে প্রেসক্লাব স্টেশনেই সংবাদ সম্মেলন করেন তিনি। বলেন, মেট্রোরেলের নিরাপত্তা বাড়াতে কাজ করছে সরকার, যাতে কেউ আর এর চলাচল ব্যাহত করতে না পারে। যারা দেশের পরিবর্তনের জন্য আন্দোলন করে, তারা মেট্রোরেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, আরো আগেই মেট্রোরেল চালুর কথা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের আকস্মিক ধর্মঘটের কারণে সেটি সম্ভব হয়নি। ৩ লাখ যাত্রীকে জিম্মি করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মেট্রোরেলের কাজীপাড়া ও মীরপুর-১০ স্টেশনে যাত্রী ওঠানামা আপাতত বন্ধ থাকায় দ্রুত এটি সচল করা হবে জানিয়ে তিনি বলেন, যেসব প্রকল্প সম্প্রসারণের কাজ বাকি রয়েছে সেগুলোও চলমান থাকবে।