নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি গাজী টায়ার কারখানার আগুন
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ১৭০৭ বার পড়া হয়েছে
ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিটের চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাজী টায়ার কারখানার আগুন।
থানীয়রা জানান, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট শুরু হয়। লুটপাটের মধ্যেই ঘটে এই আগুনের ঘটনা। ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় ১১টি ইউনিট। ভেতরে অনেকে আটকা পড়েছেন বলেও অভিযোগ স্থানীয়দের। কারখানার অবকাঠামো এবং টায়ার উৎপানের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানান দমকল কর্মীরা। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কিছুই ধারণা করা যাচ্ছে না। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।