সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দিন দিন কমেছে শিক্ষার্থী
- আপডেট সময় : ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ১৭০০ বার পড়া হয়েছে
দিনাজপুরের ১৩ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৫৪ জন। কারণ হিসেবে শিক্ষকরা দুষছেন ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। শিক্ষার্থী বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নিলেও মিলছে না সুফল। শিক্ষাবিদরা বলছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থী ঝরে পড়ার বিষয়ে গবেষণা প্রয়োজন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে বিরল রাধিকাপুর মহাসড়কের বানিয়াপাড়া রেল ঘুন্টি পার হতেই হাতের বামে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে প্রধান শিক্ষক ১ জন, সহকারী শিক্ষক ৮ জন শিক্ষার্থী ১৩৩ জন। নীতিমালা অনুযায়ী প্রত্যেক সহকারি শিক্ষক কমপক্ষে ৪০ জন শিক্ষার্থীকে দেখভালের কথা বলা হলেও এই স্কুলে প্রত্যেক শিক্ষক মাত্র ১৬ জন শিক্ষার্থীকে দেখভাল করছেন। একই অবস্থা জেলার বেশিরভাগ প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের।
এদিকে, অভিভাবকরা বলছেন বিভিন্নভাবে ছেলেকে স্কুলে পাঠানোর চেষ্টা করে তাকে স্কুলমূখী করা সম্ভব হচ্ছে না।
শিক্ষার্থী বাড়াতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে স্কুল ম্যানেজিং কমিটি। সংশ্লিষ্ট শিক্ষা অফিসাররাও বলছেন একই কথা।
ভক্সপপ: আব্দুল জলিল, সভাপতি, স্কুল ম্যানেজিং কমিটি, হোসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানালেন, সকল স্কুলে শিশুদের আকর্ষণ করে এমন সব চিত্রকর্ম ও খেলাধুলার ব্যবস্থা রয়েছে।
এদিকে এই শিক্ষাবিদ বলছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থী কেন ঝরে পড়ছে এ নিয়ে একটি নিবিড় গবেষণা প্রয়োজন জানালেন এই শিক্ষাবিদ।
জেলার ১ হাজার ৮৭০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রয়েছে ১ হাজার ৮৬৯ জন এবং সহকারী শিক্ষক রয়েছে ৮ হাজার ৪৩৫ জন।