অন্তবর্তীকালীন সরকারকে তাদের কৌশল পত্র জাতির কাছে তুলে ধরার আহ্বান : টিআইবি
- আপডেট সময় : ০৫:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
অন্তবর্তীকালীন সরকারকে তাদের কৌশল পত্র জাতির কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। দুপুরে ধানমণ্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্ম মব জাস্টিস চায় না এবং সরকারের হাতে জাদুর কাঠি নেই যে রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে। এর আগে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অন্তবর্তী সরকারকে ৯টি ভাগে ৫৫টি পরামর্শ তুলে ধরে টিআইবি।
৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে টিআইবির প্রথম সংবাদ সম্মেলন। শুরুতেই গণ অভ্যত্থানে শহীদের প্রতি শ্রদ্ধা জানান টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফেখারুজ্জামান।
এসময় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ৯টি ভাগে ৫৫টি সুপারিশ সরকারে তুলে ধরে টিআইবি। যেখানে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, আনুপাতিক সংসদীয় পদ্ধতির প্রবর্তন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রার্থীদের মাঝে এক তৃতীয়াংশ তরুণদের বরাদ্দ রাখার বিধান।
প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনাসহ এক ব্যক্তি দুইমেয়াদের পর প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এমন বিধান করার পরামর্শ দেয় টিআইবি।
পাচার হওয়া অর্থ ফেরত ও অর্থপাচার রোধে টাস্কফোর্স গঠনের পরামর্শ দেয় প্রতিষ্ঠানটি।
একসময় আলোচনা ছাপিয়ে উঠে আসে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন নৈরাজ্যের প্রসঙ্গ।
অন্তর্তী সরকারকে সময় দেয়া প্রয়োজন বলেও ইঙ্গিত দেন তিনি।
সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত এমন মন্তব্য করে ড. ইফতেখারুজ্জামান বলেন অন্তবর্তী সরকারের উচিত জনগনের কাছে তাদের কৌশলপত্র তুলে ধরা।