গুমের অপসংস্কৃতি থেকে বের হওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার
- আপডেট সময় : ০৩:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- / ১৬০৭ বার পড়া হয়েছে
গুমের অপসংস্কৃতি থেকে বের হওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এ কারণে আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সনদে স্বাক্ষর করেন। এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। তবে বাংলাদেশ এর বাইরে ছিল। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ বছরে বাংলাদেশে ৭০০-এর বেশি মানুষ গুম হয়েছেন। এর মধ্যে ১৫০ জনের বেশি মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি। গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম বলেন, তাদের দীর্ঘদিনের দাবি ছিল গুমের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার। বাংলাদেশ গুমের আন্তর্জাতিক সনদে যুক্ত হওয়ায় এখন বিচার পাওয়ার আশা তাদের। তিনি বলেন, সরকার এখন একটি কমিশন করে সবগুলো গুমের ঘটনার বিচার নিশ্চিত করবে বলে মনে করেন তিনি।