সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ২৪৪৯ বার পড়া হয়েছে
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সকাল সাড়ে এগারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই প্রথম সচিবসভা। জানা গেছে, সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বৈঠকে সারা দেশে প্রশাসনিক কাজগুলো কীভাবে দ্রুত করে স্বাভাবিক ধারায় আনা যায় একইসঙ্গে এই সরকারের আগামী সময়ের রূপরেখা নিয়ে সচিবদের নির্দেশনা দিবেন প্রধান উপদেষ্টা।