চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হলেও দাম কমার লক্ষণ নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- / ২৩৫৯ বার পড়া হয়েছে
আলু উৎপাদনে দেশের অন্যতম বৃহত্তম জেলা জয়পুরহাট। চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ উৎপাদন হলেও দাম কমার লক্ষণ নেই। বছরের শুরু থেকেই চড়া আলুর বাজার। জাত ও ধরন ভেদে পাইকারীর বাজারে প্রতি কেজি আলুর দাম ৪৬ থেকে ৫০ টাকা, আর খুচরো বাজারে ৫৫ থেকে ৬৫ টাকা।
জেলায় এবার ৩৮ হাজার ৯৫০ হেক্টর জমিতে ৮ লাখ ৪৫ হাজার মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। এর মধ্যে ১৯টি হিমাগারে ১ লাখ ৭৮ হাজার মেটিক টন আলু সংরক্ষণ করেছেন ব্যবসায়ী ও কৃষকরা। ফলে আলুর সংকট দেখা দিয়েছে বাজারে। ফলে বেড়েই চলছে আলুর দাম। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। আলুর মজুত নিয়ে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা না বলতে রাজি হননি হিমাগার মালিকরা। কৃষি বিভাগ বলছে, আলুর সংকট নেই, সবই চলছে স্বাভাবিক নিয়মে।