বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে : অর্থ উপদেষ্টা
- আপডেট সময় : ০২:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭০৮ বার পড়া হয়েছে
সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট সমাধানে বিশ্বব্যাংকের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এদিকে, অর্থ মন্ত্রণালয় সুত্রে জানা যায়, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক।
সকালে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভার্গিসের নেতৃত্বাধীন সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে একটি ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের একটি বড় দাতাগোষ্ঠী। তাদের সঙ্গে ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা হয়েছে তা এ বছর কিছু ছাড় দেবে, বাকিটা আগামী বছর। উপেদেষ্টা বলেন, ঋণ সহায়তায় নির্দিষ্ট কোনো শর্ত না দিলেও তা যাতে বাস্তবায়নযোগ্য হয় সে বিষয় নিয়ে আলোচনা হবে এই উন্নয়ন সংস্থাটির সাথে।