চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ১৯৭৫ বার পড়া হয়েছে
উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেইট ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
গেলরাতে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তালা ঝুলিয়ে ঘোষণা দেয়া হয়- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ থাকবে। এ সময় শহীদ মিনার চত্বরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। উপাচার্য নিয়োগে আল্টিমেটাম ঘোষণার পরও প্রজ্ঞাপন না আসায় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তবে সারাদিনেও কোনো ফলাফল না আসায় কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টি করা হয়েছে। ফলে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।