ভেঙে গেছে সাতক্ষীরার বেতনা নদীর বেড়িবাঁধ
- আপডেট সময় : ১১:০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বিনেরপোতায় বেতনা নদীর প্রায় ৩০ ফুট বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে তিনটি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে ৬ হাজারের বেশি মাছের ঘের, ৪ হাজারের বেশি পুকুর। কাঁচা ঘরবাড়ি, আবাদী জমির ফসলের ব্যাপক ক্ষতিসহ নিম্নাঞ্চলের বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান,আবহাওয়া অনুকুলে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে বেঁড়িবাধ মেরামতের কাজ শুরু করা হবে।
টানা চার দিনের বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেতনা নদীর প্রায় ৩০ ফুট বেঁড়িবাধ ভেঙ্গে তিনটি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে কাঁচা পাকা বসতবাড়ি, মাছের ঘের আমন ধানের ক্ষেত শীতকালীন সবজি, আবাদি জমির ফসল। পানিবন্দী হয়ে হতাশায় পড়েছেন হাজারও কৃষক। এলাকার নারী, শিশু ও বয়স্করা পড়েছে চরম বিপাকে।
মাছের ঘের, বসতবাড়ি, রাস্তা পানিতে ডুবে আছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আর ৫ হাজার হেক্টর ধানের ক্ষেত,তিন হাজার হেক্টর জমির শীতকালিন সবজি নষ্ট হয়েছে জানিয়েছে জেলা কৃষিবিভাগ।
খুব দ্রুত সময়ের মধ্যে বেতনা নদীর বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে বলে জানান,উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা-
দ্রুত বেঁড়িবাধ মেরামত করে জলাবদ্ধতার কবল থেকে জনগনকে রক্ষার দাবি স্থানীয়দের।