২৬ সেপ্টেম্বর নিয়ে এত আলোচনা কেন?
- আপডেট সময় : ০৯:২৯:১২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৬১ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়া বা চায়ের আড্ডায় আলোচনার তুঙ্গে ২৬ সেপ্টেম্বর! কী হবে ? এই প্রশ্নে সয়লাব ফেসবুক। কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন।আবার রসিকতাও করছেন অনেকে; সবার পোস্টে সরল জিজ্ঞাসা ‘কী হবে ওইদিন? ফেসবুকে নেটিজেনরা লিখেছেন, ২৬ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন? আর কেউ লিখেছেন, ‘২৬ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে! নানা কৌতুহলের জন্মদেয়া সেই দিনটিতে আসলেই কিছু হচ্ছে?
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে একটা প্রশ্নই শুধু ঘুরপাক খাচ্ছে, ২৬ সেপ্টেম্বর কি হতে যাচ্ছে..? নেট দুনিয়ার পাশাপাশি অফ লাইনেও আলোচনার ঝড় তুলছে এ বিষয়টি।
এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, টেলিগ্রামভিত্তিক একটি গেম নিয়ে আলাপ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। গেমটির নাম হামস্টার কমব্যাট। যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে গেমস কারেন্সি অর্জন করা যায়।
ফেসবুক, টুইটার ও ইউটিউবে অনেকেই এই গেমটির ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন, ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে।
কেউ কেউ বলছেন টেলিগ্রামভিত্তিক এমন অ্যাপ কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে। তবে টিকটকের কারণে হামস্টার কমব্যাট বেশি পরিচিতি পেয়েছে।
এদিকে এর বিরোধিতা করে কেউ কেউ বলছেন, হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে যদি ৫ ডলার করেও দেয়া হয়, তাহলে যে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে?
কিন্তু বিষয়টিকে নেটিজেনদের কেউ কেউ ভিন্ন চিন্তায় নিয়ে যাচ্ছেন। তাদের মতে, ২৬ তারিখ পতিত শেখ হাসিনা চট করে দেশে ঢুকে পড়বে। দেশের রাজনীতিতে নতুন কোন পরিবর্তনের ভাবনাও কোরো মনে।
দিনটি নিয়ে কৌতূহল, গুঞ্জন বা ঝড় উঠুক না কেন, ২৬ সেপ্টেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো সুনির্দিষ্ট কোন কারণ নেই, বলে মনে করছেন সাধারন মানুষ।