স্বৈরাচারের হাতিয়ার বিচারপতিদের অপসারণের দাবি বিএনপির
- আপডেট সময় : ০৮:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
পতিত স্বৈরাচারের হাতিয়ার হিসেবে যেসব বিচারপতি ভূমিকা রেখেছেন, অবিলম্বে তাদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আর অনিয়ম-দুর্নীতি করে বিচারপতিরা তাদের শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। তিনি জানান, অভিযোগ প্রমাণিত হলে বিচারপতিদের অপসারণের উদ্যোগ নেয়া হবে। এসএ টিভিকে দেয়া সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন।
হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকার ওরফে খুশী। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত হাইকোর্টের কোম্পানি বেঞ্চের দায়িত্ব পালন করেন। ওই সময় গাইবান্ধার ‘ফুলছড়ি হাজী সাত্তার’ ট্রাস্টকে তিনি ‘ডোনেশনের’ নামে কোটি কোটি টাকা দেওয়ার আদেশ দেন। ট্রাস্টটি তার বাবা হাজী এম এ সাত্তারের নামে গঠিত।
এমন বাস্তবতায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে খুরশীদ আলমসহ বিচারিক ক্ষমতা প্রয়োগ প্রশ্নবিদ্ধ-এমন ৩০ বিচারপতির নামের তালিকা হস্তান্তর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিচার বিভাগের নিরপেক্ষ ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে দ্রুত দুর্নীতিবাজ এবং দলকানা বিচারপতিদের অপসারণের দাবি জানান বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, প্রাথমিকভাবে উত্থাপিত অভিযোগের বিবেচনায় শপথ ভঙ্গ করেছেন বিচারপতি খুরশীদ আলম সরকার।
তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে দোষী বিচারপতিদের অপসারণের বিধান রয়েছে বলেও জানান ব্যারিস্টার অনিক আর হক।