দুর্নীতিবাজদের ভারতে প্রবেশের অন্যতম রুট ঝিনাইদহের মহেশপুর সীমান্ত
- আপডেট সময় : ১১:২৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
পতিত শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছাড়ছেন দুর্নীতিবাজরা। বৈধপথ এড়িয়ে সীমান্তের কাটাতার পেরিয়ে অনেকে যাচ্ছেন ভারতে। এর মধ্যে উল্লেখ্যযোগ রুট ঝিনাইদহের মহেশপুর সীমান্ত।যেখান থেকে গত দুই মাসে বিজিবির হাতে আটক হয়েছেন আড়াই’শ জনেরও বেশি ব্যক্তি। স্থানীয়রা বলছেন, বিজিবির হাতে আটক হওয়া ব্যক্তিদের চেয়ে কয়েকগুণ বেশি মানুষ পার হয়ে যাচ্ছেন সিমান্ত পেরিয়ে।
ঝিনাইদহ জেলা শহর থেকে ১১০ কিলোমিটার দুরে মহেশপুর সীমান্ত। ওপারে ভারতের নদীয়া জেলার হাসখালী ও উত্তর চব্বিশপরগার বাগদা থানা। আর বাংলাদেশের অংশ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা। ৭৮ কিলোমিটার সীমান্ত এলাকার ৬৮ কিলোমিটার রয়েছে কাটাতারের বেড়া। আর বাকি ১০ কিলোমিটার বাংলাদেশের অংশ পুরোটাই অরক্ষিত। যেখানে মাঠ-ঘাট, নদী-নালাই চোখে পড়ে।
আর এই এলাকাটিকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে দুর্নীতিবাজরা। স্থানীয় দালাল সিন্ডিকেটের মাধ্যমে ভারতে পাড়ি জমাচ্ছেন তাদের অনেকে। স্থানীয়দের অভিযোগ, দালাল সিন্ডিকেট আর বিভিন্ন সংস্থার লোকদের হাত করে পার হয়ে যাচ্ছে ওপারে। কারো কারো বিরুদ্ধে আছে লাখ লাখ টাকা লেনদেনেরও অভিযোগ।
বিজিবি বলছে সীমান্ত ব্যবহার করে যেন দুর্নীতিবাজ ও চোরাকারবারীরা ভারতে পাড়ি জমাতে না পারে যে জন্য টহল জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত চলছে তল্লাসী। স্থানীয়দের করা হচ্ছে সচেতন।
মহেশপুরের যাদবপুর, মাটিলা, সামন্তা, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, খোশালপুর, শ্যামকুড়, শ্রীনাথপুর, কুসুমপুর, লড়াইঘাট সীমান্ত এলাকায় বিজিবির রয়েছে মাত্র ১২ টি ক্যাম্প। গত দেড় মাসে এসব সীমান্ত থেকে আটক করা হয়েছে ১৪ পাচারকারীসহ আড়াই’শ জন ব্যক্তিকে