১৮ লক্ষ ৩০ হাজার কোটি টাকা বিদেশ থেকে ঋণ আনা হয়েছে : রিজভী
- আপডেট সময় : ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৮ লক্ষ ৩০ হাজার কোটি টাকা বিদেশ থেকে ঋণ আনা হয়েছে। এই ঋণ জনকল্যাণে স্কুল, কালভার্ট, কৃষি উন্নয়ন, শিল্প ও স্বাস্থ্য খাত উন্নয়নের জন্য। কিন্তু এই ১৮ লক্ষ ৩০ হাজার কোটি টাকার মধ্যে ১৭ লক্ষ ৬০ হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে শেখ পরিবার।
রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরে সার্বজনীন কালী মন্দিরে হিন্দু সম্প্রদায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রিজভী আরো বলেন, এ অর্থ পাচার করেছে সাবেক প্রধান মন্ত্রীর ছেলে, তার চাচাতো-মামাতো ভাই এবং তাদের ভাতিজারাসহ সামিট গ্রুপ, এস আলম এবং আরিয়ন গ্রুপ। পাচারকারী প্রত্যেকেই সাবেক সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ। শেখা হাসিনা পালানোর পর এসব বিষয় জানাজানি হচ্ছে। মতবিনিময় সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ বিএনপি ও হিন্দু সম্প্রদায়ের নেতারা।