বাজারে খাদ্যপণ্য সরবরাহ ঠিক রাখতে সরকারকে আরও উদ্যোগি হতে বললেন রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ১৭৩১ বার পড়া হয়েছে
বাজারে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে; সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, কোনোভাবেই যেন ডিজেল-পেট্রোলের দাম বৃদ্ধি না পায়, সে ব্যাপারেও সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, একটি মহল নানা খাতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে; তাই সরকারকে সতর্ক থাকতে হবে। আবাসন পুননির্মাণ, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ ও পুষ্টির মতো অতি প্রয়োজনীয় সেবাগুলোর মানোন্নয়নে আরও উদ্যোগী হতে হবে। এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিদের পুনর্বাসনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন– ব্যক্তি, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনগুলো বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় যে ভূমিকা রেখেছে; সেই তুলনায় অন্তর্বর্তী সরকার তেমন তৎপর ছিল না।