সাবরিনা সাবার নতুন গান ‘প্রেমস্বর্গ’
- আপডেট সময় : ০৩:৫৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
এ প্রজন্মের কণ্ঠশিল্পী সাবরিনা সাবা। সম্প্রতি তার গাওয়া ‘প্রেমস্বর্গ’ শিরোনামে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। গাটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন স্বপ্নীল রাজ ও সাবরিনা সাবা। গানটি লিখেছেন কণ্ঠশিল্পী ও গীতিকার সুরকার এসএম সোহেল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় শাদ শাহ।
গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী সাবরিনা সাবা বলেন, ‘সব মিলিয়ে উপভোগ করার মতো একটি গান প্রেমস্বর্গ, গানটির কথা সুর খুবই অসাধারণ, আমি চেষ্টা করেছি ভালো করার। স্বপ্নীল রাজও দারুণ গেয়েছে। প্রকাশের পর থেকে গানটি সবার প্রশংসা কুড়াচ্ছে। সবার ভালোবাসা চাই।’
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটি জাতীয় পুরস্কার পেয়েছেন সাবরিনা সাবা। তার প্রথম অ্যালবাম ‘প্রার্থনা’। এরপর প্রকাশিত হয় ‘ডুব’, ‘মনেরই আকাশ’, ‘রোমিও জুলিয়েট’, ‘সুখপাখি’, ‘পাঁজরের মাঝে’, ‘জনম জনম তোমাকে’, ‘অনলি সাবা টু’।
এ পর্যন্ত সাবরিনা সাবার ২০টিরও বেশি মিক্সড অ্যালবাম এবং একাধিক মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। তবে শুধু গান নয়; উপস্থাপনা, নাচ, ছবি আঁকা, আবৃত্তি, অভিনয় সবকিছুতেই রয়েছে তার সমান দক্ষতা।