জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে : ড. ইউনূস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
দেশ গঠনে জাতির সামনে যে সুযোগ তৈরি হয়েছে, তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে।
সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বানও জানান ডক্টর ইউনূস। অনুষ্ঠানে দুই বাহিনীর পর্ষদ গঠিত হয়। জাতির এই অগ্রযাত্রায় নৌ ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সাথে জনগনের পাশে থাকবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা। বলেন, বিগত দিনে তাদের কাছ থেকে যেমন সহযোগিতা পেয়েছে আগামীতেও যেন জনগণ তা পায়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দক্ষ নেতৃত্ব গঠনে পরিচালনা পর্ষদকে সঠিক ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ডক্টর মুহাম্মদ ইউনূস।