আবারো অস্থির পেঁয়াজের বাজার
- আপডেট সময় : ১১:০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
আবারো অস্থির পেঁয়াজের বাজার। মাত্র চার দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৪০ টাকারও বেশি। বাড়তি রসুনের দামও। এতে বিপাকে সাধারণ ক্রেতারা। তবে আমদানিকারকরা বলছেন, ভারতে পেঁয়াজ উৎপাদনকারী এলাকাগুলোতে অতি বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় দেশের মার্কেটেও বাড়তি দাম গুনতে হচ্ছে।
কয়েক দিন আগেও বগুড়ার বাজারে দেশীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ টাকা কেজিতে। ভারতীয় পেঁয়াজ ছিল ৮০ টাকার নিচে। সেই পেঁয়াজ এখন খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে রসুনের দাম । প্রতি কেজিতে ৬০ টাকারও বেশি বেড়েছে। দেশী রসুন ২৮০ এবং চীনা রসুন ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে ব্যবসয়ীরা বলছেন, দেশীয় পেঁয়াজের মজুদও শেষের পথে। আমদানি না বাড়লে দাম আরো বাড়তে পারে এমন আশঙ্কা তাদের।
তবে দাম বৃদ্ধির জন্য বাজার সিন্ডিকেটকেই দায়ী করছেন সাধারণ মানুষ।
আমদানিকারকরা দাবি করছেন, সিন্ডিকেট নয়, আমদানি খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে।
এদিকে পেঁয়াজ- রসুনের দাম বাড়লেও আদার বাজারে কিছুটা স্বস্তি। দাম অর্ধেক কমেছে । প্রতি কেজি এখন ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।