১৪ কোটি ৭৬ লাখ টাকার জাল স্ট্যাম্প জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ১৬৫২ বার পড়া হয়েছে
১৪ কোটি ৭৬ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প আর নন জুডিশিয়াল স্ট্যাম্প জব্দ করেছে ডিবি। এর সাথে জড়িত চার জনকে আটক করা হয়েছে।
ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করে বিষয়টি জানিয়েছেন, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, অসাধু চক্রটি নকল স্ট্যাম্প তৈরি করে বাজারজাত করত। তিনি আরো জানান, আনুমানিক ৪০ লক্ষ টাকার জাল স্ট্যাম্প তৈরীর সরঞ্জামও উদ্ধার করা হয়। এর সাথে আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করা হবে। আটকদের আইনের আওতায় নেয়ার প্রক্রিয়া চলছে।