ঢাকায় হতে যাচ্ছে ‘গ্লোবাল সুইস বিজনেস হাব’
- আপডেট সময় : ০৭:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ২০১৩ বার পড়া হয়েছে
আগামী ২১ নভেম্বর ঢাকায় গ্লোবাল সুইস বিজনেস হাব এর উদ্বোধন হতে যাচ্ছে। সারাবিশ্ব জুড়ে বিভিন্ন সংস্থার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা একটি নেটওয়ার্ক তৈরি করেছে। যা প্রত্যেকের জন্য উন্নতি, সুবিধা এবং টেকসই করার সুযোগ প্রদান করে৷
২১ নভেম্বর লেকশোর হাইট ঢাকায় সন্ধ্যা ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত এই অনুষ্ঠানে থাকবেন জিএসবিএইচ-এর সভাপতি ও প্রতিষ্ঠাতা আনিস খান। তিনি গ্লোবাল সুইস বিজনেস হাব (GSBH) এর প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট, বিমান নিরাপত্তা, এয়ার কার্গো এবং লজিস্টিকসে দুই দশকের বেশি দক্ষতা নিয়ে এসেছেন। তার কৌশলগত অন্তর্দৃষ্টি এবং নেতৃত্বের জন্য পরিচিত, আনিস মূল্যবান শিল্প সংযোগ তৈরি করেছেন যা GSBH-এর লক্ষ্যকে সমর্থন করে।
তিনি জুরিখ বিমানবন্দরের সুইস লজিস্টিক কোম্পানি সংস্থা ইন্ট্রাপাস জিএমবিএইচ-এর সিইও, সুইস ব্যবসায়িক ল্যান্ডস্কেপে তার উল্লেখযোগ্য উপস্থিতি চিহ্নিত করে৷ এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সুইজারল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী এবং গ্লোবাল সুইজ বিজনেস হাবের সহ সভাপতি ভাইস প্রেসিডেন্ট রোমান সোমারউ।
ইভেন্ট হাইলাইটস:
• আনিস খানের অনুপ্রেরণাদায়ক বক্তব্য।
• জিএসবিএইচ-এর মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কিভাবে একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক, বিনিয়োগ এবং রপ্তানি এবং আমদানিতে সহযোগিতা করা যায় সেই বিষয়ে অবগত করা।
• এগিয়ে থাকা উদ্যোক্তা, নীতিনির্ধারক ও সমাজকর্মীদের সঙ্গে নেটওয়ার্কিং সুযোগ।
• এসএমই, সামাজিক কল্যাণ এবং শিক্ষা সহায়তায় বিশেষ গুরুত্ব।
আন্তর্জাতিক ও বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবনী কৌশল এবং পারস্পরিক প্রবৃদ্ধির সম্ভাবনা তুলে ধরতে একটি গতিশীল প্যানেল আলোচনা থাকছে। এছাড়াও আরও রয়েছে দেশ বিদেশের সফল ব্যবসায়ীদের মূল্যবান বক্তব্য।
এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শান্তা জাহান। আর অনুষ্ঠানে গান করবেন কণ্ঠশিল্পী বেলি আফরোজ। সাবিক পরিচালনায় থাকবেন গ্লোবাল সুইজ বিজনেস হাবের অপারেশনস চিফ – (বাংলাদেশ) নিয়াজুল ইসলাম রনি।
জানা গেছে, আগামী বছরের প্রথম GSBH ইভেন্টটি সুইজারল্যান্ডের অপূর্ব শহর ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভ্যানুতে ৩ দিন ব্যাপি অনুষ্ঠিত হবে। উদ্ভাবন ও অর্থনীতির এই বৈশ্বিক কেন্দ্রে আমাদের সাথে যোগ দিন এক অনন্য নেটওয়ার্কিং, এবং সহযোগিতার অভিজ্ঞতায়।
এই ইভেন্টে আপনি সুযোগ পাবেন:
• বিশ্বের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবীদের সাথে সংযোগ স্থাপন।
• অন্তর্দৃষ্টিসম্পন্ন সেশনে অংশগ্রহণ।
• অত্যাধুনিক বাজারের তথ্য এবং উদীয়মান প্রবণতা সম্পর্কে জানা।
• টেকসইতা ও নৈতিক ব্যবসা প্রথা নিয়ে অর্থবহ আলোচনায় অংশ।
• পন্য শোকেজিং, বায়ার সেলার মিটিং।
সীমান্ত পেরিয়ে উদ্ভাবন এবং পরিবর্তনের অংশীদার হতে এই সুযোগ মিস করবেন না। উপস্থিত থাকুন অভিজ্ঞ আলোচনা, নেটওয়ার্কিং সুযোগ এবং অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। আসুন, আমরা একসাথে উদযাপন করি। দেখা হচ্ছে আগামী ২১শে নভেম্বর জমকালো উদ্বোধনে।
(সংবাদ বিজ্ঞপ্তি)