ইতিহাসের নতুন এক অধ্যায়ের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১২:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ১৯৭৫ বার পড়া হয়েছে
ইতিহাসের নতুন এক অধ্যায়ের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বেশ কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শেষে শুরু হয়ে গেছে গণনা। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভোট গণনা শুরু হতেই বোঝা যাচ্ছে, বাইডেন প্রশাসন নীতিতে আস্থা হারিয়েছে ডেমোক্র্যাটরা।
বাংলাদেশ সময় আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মহা গুরুত্বপূর্ণ ইলেকটোরাল কলেজ ভোটে বড়সড় ব্যাবধানে পিছিয়ে আছেন কমলা। অপরদিকে হোয়াইট হাউসে যাওয়ার অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে যেখানে ২৭০ ইলেকটোরাল ভোট প্রয়োজন সেখানে এরই মধ্যে ২৪৬ ভোট পেয়ে গেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন মাত্র ১৮২ ইলেক্টোরাল ভোট।যেখানে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে জয়ী হতে প্রয়োজন হবে ২৭০টি কলেজ ভোট।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে, যেখানে বাজিমাত করেছেন ট্রাম্প।