ডিজিটাল বাংলা ট্রাভেলসের বাংলাদেশ শাখার উদ্বোধন
- আপডেট সময় : ০৫:১৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ১৫১৩ বার পড়া হয়েছে
বর্নাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে যাত্রা শুরু করলো নিউ ইয়র্কের অন্যতম বৃহত্তম ট্রাভেল ও মানি এক্সচেঞ্জ কোম্পানি ডিজিটাল বাংলা ট্রাভেলস। বৃহস্পতিবার দুপুরে বনানীতে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন ডিজিটাল বাংলা ট্রাভেলসের প্রতিষ্ঠাতা ও সিইও মো: বেলায়েত হোসাইন। দীর্ঘ ২৫ বছর ধরে নিউ ইয়র্কে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে ডিজিটাল বাংলা ট্রাভেলস। এই প্রতিষ্ঠানের মাধ্যমে হজ্ব ও ওমরাহ হজ পালন করে আসছেন হাজারো ধর্মপ্রাণ মুসুল্লী।
দুই দশকেরও বেশি সময়ের সফল যাত্রার সিড়ি বেয়ে বাংলাদেশেও যাত্রা শুরু করেছে ট্রাভেল ও মানি এক্সচেঞ্জ কোম্পানি ডিজিটাল বাংলা ট্রাভেলস। রাজধানীর বনানীতে শুরু হয়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। ডিজিটাল বাংলা ট্রাভেলসের মাধ্যমে বিমান টিকেট কাটা, হজ ও ওমরা প্যাকেজের পাশাপাশি মানি এক্সচেঞ্জ সুবিধা পাবেন গ্রাহকরা। অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, নিউ ইয়র্কে দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে ডিজিটাল বাংলা ট্রাভেলস। বাংলাদেশে প্রতিষ্ঠানটির শাখা খোলার মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে তাদের ব্যবসায়িক সুনাম অক্ষন্ন রেখে কাজ করবে বলে আশা জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে টিবিএন টোয়েন্টিফোরের সিইও আহমদুল বারভুইয়া বলেন, গত ২৫ বছর ধরে অ্যামেরিকায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটিকে সেবা দিয়ে আসছে ডিজিটাল বাংলা ট্রাভেলস। সাফল্যের এই ধারা বাংলাদেশেও অব্যাহত থাকবে বলে আশা জানান তিনি। ডিজিটাল বাংলা ট্রাভেলসের প্রতিষ্ঠাতা ও সিইও মো: বেলায়েত হোসাইন জানান, বাংলাদেশ শাখায় বিমান টিকেট কাটা, হজ-ওমরার প্যাকেজের পাশাপাশি ইমিগ্রেশন সহায়তা পাবেন গ্রাহকরা। গ্রাহকদের নিরবিচ্ছন্ন সেবা দিতে ২৪ ঘন্টা কল সেন্টার খোলা থাকবে বলে জানান তিনি।