অন্তর্বর্তী সরকারও নির্বাচন চায়, তবে সংস্কার আগে : পরিবেশ উপদেষ্টা
- আপডেট সময় : ০৮:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১৫৮১ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারও নির্বাচন চায়, তবে আগে সংস্কারকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে বাংলাদেশে উদ্ভিদের লাল তালিকা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, কাজের গতি ও দক্ষতা বাড়াতে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় বাংলাদেশে উদ্ভিদের লাল তালিকা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে।
তিনি বলেন, জুলাই আগস্টের গণহত্যা ও সংস্কারকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। ২/১ দিনের মধ্যে কমিশনগুলো চূড়ান্ত হলে কাজ শুরু হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে ৭০০ একর বনভূমি বন্দোবস্ত সরকার বাতিল করেছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান।