যোগ্য ব্যক্তি ও আইনের সঠিক প্রয়োগে বর্তমান পদ্ধতিতেও সুষ্ঠু নির্বাচন সম্ভব : আবু হেনা
- আপডেট সময় : ০৯:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১৬৪১ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনে যোগ্য ব্যক্তি নিয়োগ হলে ও আইনের সঠিক প্রয়োগ করা গেলে বর্তমান পদ্ধতিতেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। একথা বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা। তিনি বলেন, সংখ্যানুপাতিক বা আনুপাতিক, নির্বাচনে পদ্ধতিগত পরিবর্তনের দরকার নেই। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় সংস্কার কমিশনের চেয়ারম্যান ড.বদিউল আলম মজুমদার বলেন, আইন কানুন পর্যালোচনা করা হচ্ছে। সংবিধান সংস্কারসহ অনেকগুলো প্রস্তাব দিবে সংস্কার কমিশন।
আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সংস্কার কমিশনের সভায় যোগ দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা। প্রায় ৩ ঘন্ট্যাব্যাপী বৈঠকে ১৯৯৬ সালের ১২ জুনের সাধারণ নির্বাচনের সফলতার গল্পের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় তার পরামর্শও দেন সাবেক সিইসি আবু হেনা।
সভা শেষে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, ৮৭ বছর বয়সী এই সাবেক সিইসি।বলেন, আইনের সঠিক প্রয়োগ আর যোগ্য কমিশন হলে বর্তমান পদ্ধতীতেই সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন সম্ভব।
এসময় ইসি সংস্কার কমিশনের চেয়ারম্যান ড.বদিউল আলম মজুমদার বলেন, আইন কানুন পর্যালোচনা করছে কমিশন-সংবিধান সংস্কারসহ অনেকগুলো প্রস্তাব দিবে সংস্কার কমিশন।
সংস্কার বিষয়ে মতামত নিতে রাজনৈতিক দল, সাবেক সিইসিসহ অনেকের সঙ্গে করা হবে বলেও জানান ড. বদিউল আলম মজমুদার।