তন্মাত্র আর্টিস্ট গ্রুপের আয়োজিত গ্রুপ আর্ট এক্সিভিশন
- আপডেট সময় : ১১:১৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্ম শতবর্ষে খ্যাতিমান এই চিত্রশিল্পীকে স্মরণ করে শালা নেইবারহুড আর্ট স্পেস গ্যালারিতে অন্তর্দৃষ্টি শিরোনামে একটি গ্রুপ শিল্পপ্রদর্শনীর আয়োজন করেছে তন্মাত্র আর্টিস্ট গ্রুপ।
এই আয়োজন নভেম্বর ০৮ ২০২৪ তারিখ বিকেল ৫ টার সময় শুভ উদ্ভোধন করা হয়। প্রদর্শনীর ওপেনিং ঘোষণা করেন বরেণ্য শিল্পী বীরেন সোম। এই শিল্প প্রদর্শনীতে Step Footwear Ltd, Glamarts এবং Laxman Jute Mile Ltd স্পন্সর করেছেন। তন্মাত্র আর্টিস্ট গ্রুপ তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানায় এইরকম একটি শিল্প প্রদর্শনী আয়োজনে তাদের পাশে থাকার জন্য। শালা নেইবারহুড আর্ট স্পেস গ্যালারিকে ধন্যবাদ জানায় গ্যালারি স্পেস দিয়ে সহযোগিতা করার জন্য।
শিল্প প্রদর্শনীতে অনেক দর্শক উপস্থিত হয়ে ছিলো। সুষ্ঠভাবেই আয়োজনের ওপেনিং হয়েছে। এই প্রদর্শনী চলবে ০৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর ২০২৪ পর্যন্ত। এবং ১২ নভেম্বর প্রদর্শনীর সমাপ্তিদিন সন্ধ্যা ৭ টায় এস এম সুলতানকে নিয়ে তারেক মাসুদ এর নির্মিত “আদম সুরাত” প্রামান্য চলচ্চিত্রটি এবং জিয়াউল হক রাজু- এর প্রামান্য চলচ্চিত্র জীবাশ্ম স্ক্রিনিং করা হবে। তন্মাত্র আর্টিস্ট গ্রুপ থেকে সবাইকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়।
তন্মাত্র আর্টিস্ট গ্রুপ- এর আয়োজিত এই শিল্প প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন অনেক দর্শক। যাদের উপস্থিতিতে গ্যালারি হয়ে উঠেছিল অনেক আনন্দময়। দর্শকরা উপভোগ করেছেন শিল্পীদের শিল্পকর্মগুলোকে।তন্মাত্র আর্টিস্ট গ্রুপ শিল্পীদের সাথে নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছেন।
প্রদর্শনীতে ২১ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। যাদের মধ্যে অনেকেই উপিস্থিত ছিলেন এই অনুষ্ঠানে । এতে ছিল অ্যাক্রিলিক, জলরং, মিশ্র মিডিয়ার পেইন্টিং এবং ভাস্কর্য। অংশগ্রহণকারি শিল্পীরা ছিলেন।
প্রিমা নাজিয়া আন্দালিব, এ এইচ ঢালী তমাল, সুলতানুল ইসলাম, সৌরভ চৌধুরী, মনজুর রশীদ, অরণী চ্যাটার্জি, রুবেনা নারগিস, মাহফুজা বিউটি, শিহাব নুরুন নবি, নবরাজ রায়, সাদিয়া খালিদ রীতি, মানসী বনিক , সাবিয়া নাসরিন, মো: বজলুর রশিদ, সুজয় সাহা, শ্রেষ্ঠ সাহা, এস এম মিজানুর রহমান, তানহা জাফরীন, অনিক চন্দ, মো: জিয়াউল হক রাজু।
তন্মাত্র আর্টিস্ট গ্রুপ সকল শিল্পীদের ধন্যবাদ জানায় একসাথে এরকম একটি শিল্প প্রদর্শনীতে পাশে থাকার জন্য। আগামীতে আরও সুন্দর করে শিল্পের মাধ্যমে দেশকে শিল্পমনা মনোভাবে সুন্দর ও সুষ্ঠভাবে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে তন্মাত্র আর্টিস্ট গ্রুপ।