পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরবে না : বদিউল আলম
- আপডেট সময় : ০৮:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না, আগে আইনি জটিলতার অবসান করতে হবে। এমন মত দিয়েছেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আর এটর্নি জেনারেল আসাদুজ্জামান অভিযোগ করেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে পুরোপুরি ধ্বংস করেছে আওয়ামী লীগ। সুপ্রিম কোর্ট মিলনায়তনে ল’ রিপোর্টার্স ফোরামের আলোচনায় এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে সাবেক বিচারপতি ও আইনজীবীরা, গণঅভ্যুত্থানের আকাঙ্খা ধরে রাখতে সংবিধানের সংস্কার জরুরি বলে মত দেন।
সংবিধানের খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনা সভার আয়োজন করে আইন আদালত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম।
আলোচনায় অংশ নেন় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাসহ সাবেক বিচারপতি ও আইনজীবীরা।
জনগনের মৌলিক মানবাধিকারের কথা চিন্তা করে হলেও সংবিধানের পরিবর্তন বা সংশোধন জরুরী বলে মনে করেন বক্তারা।
আর নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই হবে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সরকারের সদিচ্ছাই মূখ্য।
বিশেষ অতিথির বক্তব্যে এটর্নী জেনারেল বলেন, সংবিধানসহ সব ইস্যুতে সংস্কার জরুরি। তবে সেটি হতে হবে জনকল্যাণে।
বর্তমান সংবিধান দেশের সংকট নিরসনে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন অনেক বক্তা। তাদের মতে, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সকল সমস্যার সমাধান হতে পারে ।