অন্তর্বর্তী সরকার সংস্কারের ধারাবাহিকতায় ভুল করলে দেশের মানুষ মেনে নেবে না: তারেক রহমান
- আপডেট সময় : ০৮:২১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ১৫৩০ বার পড়া হয়েছে
দেশের জনগণ যখন বুঝতে পারবে অন্তর্বর্তী সরকার নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটের অধিকারের জন্য কাজ করছে, তখন জনগনের সাথে সরকারের সম্পর্ক বজায় থাকবে। এমন মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে ষড়যন্ত্র প্রতিহত করা যাবে বলেও জানান তিনি।
ইন্জিনিয়ার্স ইনিস্টিউট মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইন্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের ৩য় কাউন্সিলে এসব কথা বলেন তারেক রহমান। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবার বিষয়টি অগ্রাধিকারে না থাকলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রশ্ন ওঠা স্বাভাবিক জানিয়ে রাষ্ট্র সংস্কার করতে গিয়ে অন্তর্বর্তী সরকার যদি সংস্কারের প্রায়োরিটি ক্রম ভুল করে তাহলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত নির্বাচন ব্যবস্থা করলে দেশের মানুষের জন্য কল্যাণকর হবে,গনতন্ত্রের জন্য লড়াই চলছে এবং তা চলমান থাকবে জানান মির্জা ফখরুল ইসলাম।