বিচারের মুখোমুখি করতে হাসিনাকে ফিরিয়ে দিতে হবে দিল্লির: ড. ইউনূস
- আপডেট সময় : ০৩:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের প্রক্রিয়া চালাবে বাংলাদেশ। বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে দিল্লিকে। তবে রাজনৈতিক দলগুলো চাইলে আওয়ামী লীগের নির্বাচন করতে আপত্তি করবে না বলেও জানান তিনি।
ঢাকায় সরকারি বাসভবন যমুনায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে আবেদন করেছে অন্তর্বর্তী সরকার। ভারতে শেখ হাসিনার অবস্থান দু’দেশের সম্পর্কে সমস্যা সৃষ্টি করছে কি-না এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আপাতত ভারতে বসবাস করাটা সমস্যা নয়। সমস্যা হচ্ছে, ভারতে বসে তিনি যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটিই সমস্যা। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ড.ইউনূস বলেন, তার সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি। বিএনপি বলেছে, সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের একটি প্রধান দলের মতামত উপেক্ষা করবে না।